‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত বায়তুল মোকাররম প্রাঙ্গণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫


‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত বায়তুল মোকাররম প্রাঙ্গণ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন মসজিদের উত্তর গেট।


সোমবার (৭ এপ্রিল) দুপুর থেকেই ইসরায়েলবিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে মসজিদ প্রাঙ্গণে অংশগ্রহণ করেন তারা।


আরও পড়ুন: রাজধানীতে ৫তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৭


বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে জোর আহ্বান জানানো হয়।


এর আগে সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমে জোহরের নামাজ শুরু হয়। পরে দুপুর ১টা ৩০ মিনিটে শেষ হয় নামাজের কার্যক্রম। এরপরই মুসল্লিরা স্লোগান দিয়ে ওঠেন ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে। 


আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল


এ সময় মসজিদের উত্তর প্রাঙ্গণে সবাই সমবেত হন। এখানে এক সঙ্গে ফিলিস্তিনি পতাকা ওড়াতে শুরু করেন তারা। এ ছাড়া স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন মসজিদ প্রাঙ্গণ।


এমএল/