Logo

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৭
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিজ্ঞাপন

শহরের কোর্টমোড় ঘুরে মিছিলটি শহীদ হাসান চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানেই বিক্ষোভ সমাবেশ পালন করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব মোড়লরা চুপ করে আছে। তারা অবিলম্বে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি ছাত্রদল সবসময়ই ঐক্যবদ্ধ। ফিলিস্তিন স্বাধীন ও শান্তিপূর্ণ না হওয়া পর্যন্ত এই গণজাগরণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD