পরীক্ষায় সফল হওয়ার জন্য যেসব আমল করতে পারেন


Janobani

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫


পরীক্ষায় সফল হওয়ার জন্য যেসব আমল করতে পারেন
ছবি: সংগৃহীত

একজন শিক্ষার্থীর মেধা ও মান যাচাইয়ের মূল মানদন্ড হলো পরীক্ষা। মূলত পরীক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী নিজেকে যাচাইয়ের সুযোগ পান। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি মহান আল্লাহ তায়ালার ওপর ভরসা ও আমলের মাধ্যমে পরীক্ষা ভালো হতে পারে। এখানে এমন কিছু আমল তুলে ধরা হলো—


আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা


পরীক্ষায় ভালো করার জন্য ভালোভাবে পড়াশোনার পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি। এতে অবশ্যই সফলতা আসবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। (সূরা তালাক, আয়াত : ৩)


আরও পড়ুন: পবিত্র মাহে রমজানের শেষ মুহূর্তের আমল সমূহ


সালাতুল হাজত


পরীক্ষার হলে যাওয়ার আগে দুই রাকাত ‘সালাতুল হাজত’ পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ রাসুলুল্লাহ (সা.) যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৩১৯)


এটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা পড়া জরুরি নয়। বরং সাধারণভাবে দুই রাকাত নফল নামাজ পড়ে নিজ প্রয়োজনগুলো মহান আল্লাহর কাছে পেশ করা ও তাঁর সাহায্য চাওয়া। 


বিসমিল্লাহ বলা


যেকোনো ধরণের ভালো কাজই বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। তাই পরীক্ষার্থীরাও প্রশ্নপত্র গ্রহণ করার সময় এবং উত্তর লেখা শুরু করার সময় বিসমিল্লাহ বলবেন। একই সঙ্গে দরুদ শরিফও পাঠ করে নিতে পারেন। কারণ কোনো ব্যক্তি রাসূল (সা.)-এর ওপর একবার দরুদ পড়লে মহান আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করেন। 


আরও পড়ুন: বদর যুদ্ধ: ইসলাম বিকাশের ভিত্তি স্থাপন


বিসমিল্লাহ পড়ার ব্যাপারে হাদিস শরিফে ইরশাদ হয়েছে, যেসব কাজ আল্লাহর নাম না নিয়ে শুরু করা হয়, সেগুলো বরকতশূন্য হয়। কোনো কোনো বর্ণনায় আল্লাহর প্রশংসার কথাও বলা হয়েছে।


স্থিরতা অবলম্বন করা


তাড়াহুড়ার কারণে ভুল হ্ওয়ার আশংঙ্খা থেকেই যায়। হাদিসের ভাষ্যমতে, তাড়াহুড়া করা শয়তানের অভ্যাস। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কাজে ধীরস্থিরতা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আর তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে।’ (সুনানে বায়হাকি, হাদিস : ২০৭৬৭)। 


দোয়া করা


পরীক্ষার খাতায় সঠিক উত্তর প্রদানে মহান আল্লাহর সাহায্যের জন্য মনে মনে তাঁর কাছে দোয়া করা যেতে পারে। যেমন ‘রব্বি জিদনি ইলমা’। মহান আল্লাহ নিজেই তাঁর বন্ধুকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—‘এবং দোয়া করো, হে আমার পরওয়ারদিগার! আমাকে আরো জ্ঞান দাও। (সুরা ত্বহা: ১১৪)


এমএল/