নানাবাড়িতে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫


নানাবাড়িতে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর
মৃত শিশু

গাজীপুরের কালিয়াকৈরে সাত বছরের শিশু পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।


আরও পড়ুন: কালিয়াকৈরে ১০ বছরের শিশুধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার


উপজেলার কালামপুর এলাকার ইমান আলীর সাত বছরের শিশু পুত্র মাওলা বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলার গোপালপুরে তার নানা বাড়িতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ।


স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ছুটিতে মাওলা তার মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। দুপুরবেলা খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের ধারে গেলে সে হঠাৎ পুকুরে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় সঙ্গে সঙ্গে কেউ বিষয়টি টের পাননি। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন ও স্থানীয়রা পুকুরে তার নিথর দেহ দেখতে পায়, দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: আরও পড়ুন: কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


এ ঘটনায় মাওলার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীর চোখে জল। শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি ও নিরাপত্তার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


এসডি/