Logo

সাধারণ মানুষ চায় এই সরকার আরও ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১১ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯
54Shares
সাধারণ মানুষ চায় এই সরকার আরও ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, পুলিশের বিশেষ নজর থাকবে যাতে করে অস্ত্রের ব্যবহার কমে আসে এবং যারা পরিস্থিতির অবনতি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি সমর্থন বেড়েছে এবং তারা আরও ৫ বছর রাষ্ট্র পরিচালনার জন্য বর্তমান সরকারকে দেখতে চাচ্ছে।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে, যার মাধ্যমে কিছু অপরাধীকে হস্তান্তর করা যায়, তবে এই প্রক্রিয়া এখনও চলমান। তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

কৃষি সেক্টর নিয়ে তিনি বলেন, সুনামগঞ্জে এবারে ভালো ফসল হয়েছে। তবে কিছু জমি পতিত রয়েছে, যা ব্যবহারে সহায়তা করার জন্য সুনামগঞ্জ অঞ্চলে প্রায় ৫০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

থানা পরিদর্শনের সময় সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং ওসি আকরাম আলী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD