ঘরের মেঝেতে বিদ্যুৎতের খুটি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঘরের মেঝেতে বিদ্যুৎতের খুটি

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগরে নিজ বাসবাসের ঘরের উপর দিয়ে বয়ে গেছে চালমান বিদ্যুৎ লাইনের খুটি। ঝুঁকিতে রয়েছেন বসবাস কারীরা। 

চিত্রটি মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বৈঠাখালী গ্রামের হেমেন্দ্র সরকারের বাসস্থানে, এমনটি দেখা গেছে। মেইন লাইনে ৪৪০ ভোল্ট ক্ষমতা সম্পন্ন লাইন পল্লী বিদ্যুৎ এর সংযোগ মাথার উপরে রেখেই পরিবার নিয়ে করছেন বসবাস। 

বসবাসকারী হেমেন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি বলেন, আমি অনেক আগেই অফিসে মৌখিক ভাবে জানিয়েছি। মধ্যনগর অফিস বলেছে সরানোর চেষ্টা চলছে। 

জানা যায়, বৈঠাখালীতে বিদ্যুৎ সংযোগ কালীন সময়ে জায়গাটি পতিত ছিল। সম্প্রতি সেই মালিক বিক্রয় করলে বর্তমান মালিক কোন সমাধান না পেয়ে ঘরের মেঝেতে বিদ্যুৎতের খুটি রেখেই বাড়ি তৈরী করে বসবাস করে আসছেন। 

মধ্যনগর পল্লী বিদ্যুৎতের কর্মকর্তা ফয়েজ আহম্মেদ জনবাণীকে বলেন, বিদ্যুৎ এর খুঁটিটি পুর্বের তখন এখানে ঘর ছিল না এবং ঘরটি নবনির্মিত। পার্শ্বে  জায়গাও সংকট, উপর মহলের নির্দেশ আসলে এমনি সরে যাবে।
এসএ/