পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৫ পিএম, ১৪ই এপ্রিল ২০২৫


পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব
ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারো এলো বাঙালির প্রাণের উৎসব-বাংলা নববর্ষ। এই উৎসব বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলার প্রতিচ্ছবি। বাংলা নববর্ষকে বরণ করতে ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের সমন্বয়ে পহেলা বৈশাখে ১৪ এপ্রিল সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটে ফ্ল্যাশ মব আয়োজন করা হয় ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে। 


রবিবার (১৩ এপ্রিল) শুরু হওয়া সপ্তাহব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরসহ সকল বয়সের দর্শনার্থীদের আকর্ষন করতেই এই ফ্ল্যাশমব, ঢাক-ঢোলের, বায়োস্কোপ, হাওয়াই মিঠাইয়ের আয়োজন। মেলা চলবে রবিবার (১৩ এপ্রিল) থেকে সোমবার (২১ এপ্রিল)।


আরও পড়ুন: পহেলা বৈশাখের বিকেলে রমনা পার্কে দর্শনার্থীদের ভীড়


মেলায় থাকছে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশী বিদেশী ফ্যাশন ব্রান্ড-বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্প্লাশ ও এছাড়াও বৈশাখী ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে এই প্রথমবার বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। লেভেল-৮ এর চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর ও শরবতের হাঁড়ি ফুড স্টলে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুরি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই, চার রকমের ভর্তা, ডাবের পুডিং, চার প্রকার পিঠা- পাঠি সাপ্টা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি, হাওয়াই মিঠাই, ঢোল ও ঢুলি। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে সকলের মাঝে তুলে ধরার প্রয়াসে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসব আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং মল।


কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো কিংবা মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। এর মাধ্যমে আধুনিকতার সাথে বাঙালি ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধন ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।


এমএল/