স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন টিকটকার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন আলম হাসান নামের এক টিকটকার।
আরও পড়ুন: কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগুন
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সেজাবহ এলাকার নিজ বাড়িতে প্রায় দুই মণ দুধ ব্যবহার করে এ অনন্য ঘটনা ঘটান তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলম হাসান সেজাবহ এলাকার বাসিন্দা। কিছুদিন আগে তিনি শর্মীলা নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর দুজনে একসাথে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হন। তবে চলতি মাসের ২ তারিখে শর্মীলা তাকে তালাক দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
আলম হাসান জানান, আমি শর্মীলাকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু হঠাৎ করেই সে ডিভোর্স দিয়ে চলে যায়। আমি তার কাবিননামার ৩ লাখ টাকা বুঝিয়ে দিয়েছি। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।
আরও পড়ুন: কালিয়াকৈরে ১০ বছরের শিশুধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
স্থানীয়দের মতে, এধরনের আচরণ এলাকায় বিরল, আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে ভাইরাল হতে চাওয়া স্টান্ট বললেও, অনেকেই আলমের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন।
এসডি/