Logo

এবার দহগ্রাম সীমান্তে মাটি খনন কাজ বন্ধ করলেন বিএসএফ

profile picture
জনবাণী ডেস্ক
২১ এপ্রিল, ২০২৫, ০৪:১৪
46Shares
এবার দহগ্রাম সীমান্তে মাটি খনন কাজ বন্ধ করলেন বিএসএফ
ছবি: সংগৃহীত

৭ থেকে মাত্র ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা এক্সক্যাভেটর (ভেকু মেশিন) ব্যবহার করে মাটি খনন করছে

বিজ্ঞাপন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে। বিজিবির সাহসী ও সময়োচিত হস্তক্ষেপে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নিজেদের অভ্যন্তরে সীমান্ত পিলারের কাছে মাটি খননের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অটল অবস্থান ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দহগ্রাম বিওপি (সীমান্ত পর্যবেক্ষণ চৌকি) তাঁতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবি সদস্যরা জানতে পারেন, সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে মাত্র ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা এক্সক্যাভেটর (ভেকু মেশিন) ব্যবহার করে মাটি খনন করছে এবং সেই মাটি ট্রলিযোগে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এই কাজে স্থানীয় ভারতীয় নাগরিকদেরও ব্যবহার করা হচ্ছিল।

বিজ্ঞাপন

সীমান্তের এত কাছে এ ধরনের কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তৎপর হয় বিজিবি। দহগ্রাম বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা অত্যন্ত দৃঢ়তার সাথে বিএসএফের এই কাজের প্রতিবাদ জানায় এবং অবিলম্বে খনন বন্ধ করার দাবি তোলে।

বিজ্ঞাপন

বিজিবির পেশাদারী মনোভাব ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা খনন কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়। তারা দ্রুত তাদের এক্সক্যাভেটর ও ট্রলি সরিয়ে নেয় এবং ভবিষ্যতে সীমান্ত শিষ্টাচার লঙ্ঘন করে এ ধরনের কাজের পুনরাবৃত্তি করবে না বলে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে।

এই সফল পদক্ষেপের বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বলেন, ‘আমাদের টহল দলের সদস্যরা অত্যন্ত বিচক্ষণতা ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। বিএসএফ সীমান্ত আইন ও প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে সীমান্তের এত কাছে খনন কাজ চালাচ্ছিল, যা আমরা সফলভাবে বন্ধ করেছি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। বিএসএফকে এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সীমান্তে আমাদের নজরদারি ও টহল বহুগুণে বৃদ্ধি করা হয়েছে।’

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD