মির্জাপুরে রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রাচীর নির্মাণ,রাস্তার দাবিতে মানববন্ধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই রনারচালা এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিটিউক্যালস্ কোম্পানির সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানববন্ধন করেছে স্হানীয়রা।
আরও পড়ুন: মির্জাপুরে মানববন্ধন শেষে হামলা ভাঙঁচুর ও অগ্নিসংযোগ
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এই মানববন্ধনে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।এর আগে গত বুধবার সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন,উপজেলা ভূমি অফিস,থানা ও সেনা ক্যাম্পে তারা লিখিত আবেদন করেন।
মানববন্ধনে অংশ নেয়া শফিকুল ইসলাম ভূইয়া বলেন,আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের প্রতিবাদ করায় স্কয়ারের ফার্মীসিটিউক্যালের লোকজন আমাকে মারপিট করেছে। চলাচলের ব্যবস্থা না রেখে প্রাচীর নির্মাণ করলে এলাকার মানুষের ঘর থেকে বের হওয়ার কোন উপায় থাকবেনা। রেখা বেগম নামের এক নারী বলেন,এই দেয়াল নির্মাণ হইলে আমরা ঘর থেকে বাইর হইতে পারবনা ,আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় যাইতে পারবেনা।
মানববন্ধনে অংশ নেয়া দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বলেন,এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে।
সীমানা প্রাচীর নির্মাণের দায়িত্বে থাকা মিনহাজ বলেন, জমি পরিমাপ করে স্কয়ার কর্তৃপক্ষ আমাকে যে সীমানা দেখিয়ে দিয়েছে সেখান দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে সীমানা প্রাচীরের বাইরে দুই ফুট জায়গা রাস্তার জন্য রাখা
আছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এবিএম আরিফুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সহকারি কমিশ
আরও পড়ুন: মির্জাপুরে গুলি করে ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই
রনারচালার বাসিন্দা সুমন হোসেন মুঠোফোনে জানান,মানবন্ধনের পর বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা,সেনা কর্মকর্তাসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাগন ওই এলাকা পরিদর্শন করেন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চলাচলের রাস্তা উম্মুক্ত করে দেয়ার কথা বলেছেন।
এসডি/