মির্জাপুরে গুলি করে ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫


মির্জাপুরে গুলি করে ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে গরু-মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


আরও পড়ুন: মির্জাপুরে ভূয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজ জনতার হাতে আটক


শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও হোসেন মার্কেটের উত্তর পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন,রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে পিয়ারোল,একই এলাকার লিটন,মনিরুল ও জেবেল মিয়া। উপজেলার কাইতলা সাপ্তাহিক হাট শনিবার।


জানা যায়,ব্যবসায়ীরা হাটে ২৮টি মহিষ বিক্রি করে প্রাইভেটকার যোগাযোগে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে সন্ধ্যায় পাঁচগাও হোসেন মার্কেট এলাকার কাছাকাছি পৌঁছালে একটি হাইচগাড়ী ও ৮-১০টি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা ব্যবসায়ীদের  প্রাইভেটকারের গতিরোধ করে ফাঁকা গুলি ছুঁড়ে এবং হাতে থাকা পাইপ দিয়ে প্রাইভেটকারটির গ্লাস ভেঁঙে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের দূ'টি ব্যাগভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ার ঘাট সড়কে ঢোকে পালিয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। 


ছিনতাইয়ের এঘটনায় ওই ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। সংবাদ পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান।


আরও পড়ুন: মির্জাপুরে সেই শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার


এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন বলেন,সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইয়ে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।


এসডি/