মির্জাপুরে ভূয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজ জনতার হাতে আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫


মির্জাপুরে ভূয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজ জনতার হাতে আটক
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যাব-১৪ এর সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে হানিফ খান(৪৫)নামে সাবেক  এক আনসার সদস্যকে আটক করেন স্হানীয় জনতা।


রবিবার ( ১৬ মার্চ ) সন্ধ্যায় উপজেলার তরফপুর গ্রামের চকবাজার থেকে তাকে আটক করা হয়। আটক হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বক্তার খানের ছেলে বলে জানা গেছে।


আরও পড়ুন: মির্জাপুরে সেই শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার


স্হানীয় সূত্রে জানা যায়,সাবেক ওই আনসার সদস্য উপজেলার তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করতে যায়।এক পর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির নিকট ত্রিশ হাজার টাকা দাবি করে গুম-হত্যা মামলা নিষ্পত্তি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। 


তার আচরণ সন্দেহজনক হলে স্হানীয়রা তার পরিচয় জানতে চায়,এসময় নিজেকে র‍্যাবের সদস্য দাবি করলেও স্হানীয়দের জেড়ারমূখে তিনি(অবঃ)আনসার সদস্য বলে স্বীকার করেন। তার সাথে থাকা প্রাক্তন আনসার সদস্যের পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। এঘটনায় স্হানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। তরফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন,কিছুদিন পূর্বেও আটক আনসার সদস্য র‍্যাব পরিচয়ে মুঠোঁফোনে স্হানীয় কয়েকজনের নিকট চাঁদা দাবি করেন। এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোশাররফ হোসেন বলেন, র‍্যাব পরিচয়ধারী ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/