ভারতের কোনও প্রয়োজন নেই পাকিস্তানকে আক্রমণ করার: বিজয় দেবরকোন্ডা

পাকিস্তান তো নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে না
বিজ্ঞাপন
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানও তার মিত্র চীন, সৌদি আরব, ইরান ও মিসরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
বিজ্ঞাপন
সেই সঙ্গে, কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার বলিউড তারকারা। এবার পেহেলগামের এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের ঐক্য বজায় রাখার পক্ষেও দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা।
বিজ্ঞাপন
অভিনেতা সূর্য অভিনীত তামিল সিনেমা ‘রেট্রো’র প্রচারে গিয়ে বিজয় দেবরকোন্ডা বলেন, কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা কী পাবেন? কাশ্মির ভারতের, কাশ্মীরিরা আমাদের।
পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ না চালিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, পাকিস্তান তো নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে না। ওদের প্রয়োজনীয় পানি, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।
বিজ্ঞাপন
এরপরই অভিনেতা দাবি করেন, ভারতীয় নাগরিকদের উচিত পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। তার কথায়, শিক্ষাই মূলধন। আসুন আমরা সুখে থাকি, আমাদের অভিভাবকদের সুখে রাখি। একমাত্র এই পথেই উন্নতি।
বিজ্ঞাপন
এরই পাশাপাশি অভিনেতা নিজের স্মৃতি রোমন্থনও করেছেন। বছর দুয়েক আগে ছবির কাজে কাশ্মীর ছিলেন অভিনেতা। সেখানে জন্মদিনও পালন করেছিলেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গেল ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা।
বিজ্ঞাপন
এসডি/