Logo

আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করবো: নুসরাত সুলতানা

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৫, ০৬:২৫
30Shares
আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করবো: নুসরাত সুলতানা
ছবি: সংগৃহীত

আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করবো: নুসরাত সুলতানা

বিজ্ঞাপন

আমিনুর রহমান: কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আমি জানি অনেকের অনেক সমস্যা রয়েছে। আমরা আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করবো। এই দেশকে উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে হলে আমাদের সকলকেই নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। 

বৃহস্পতিবার (১ মে) পহেলা মে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। 

বিজ্ঞাপন

"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন হয়েছে। 

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা প্রশাসন কর্তৃক দিবসটি উপলক্ষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভের পাদদেশে আলোচনা সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতির ভাষনে বলেন, নির্মান শ্রমিকরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে। এই কাজ করতে গিয়ে অনেকে জীবন হারায়। যা অতিব দুঃখের বিষয়। সকলের উচিত নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা। যাতে কাজ করতে গিয়ে কেউ প্রাণ না হারায়। রানা প্লাজা ট্রাজেডির ইতিহাস আমরা ভুলে যাইনি। এই কুড়িগ্রামে যেন রানা প্লাজার মতো কোন ট্রাজেডি না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, ১ নং যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহ্বায়ক সরকারি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়ােত ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, কুড়িগ্রামের সিভিল সার্জন সার্জন স্বপন কুমার বিশ্বাস, সুপারের প্রতিনিধি ভুরুঙ্গামারী সার্কেল-এর এএসপি মাসুদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আব্দুর রহমান, মোহাম্মদ রিজন সরকার, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি মোঃ ওয়াদুদ আলী মন্ডল, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক- কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব সাংবাদিক আমিনুর রহমান ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসান আলী প্রমুখ। 

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা নেতৃত্বে একটি বনার্ঢ্য র‍্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় দু কিলোমিটার দীর্ঘ র‍্যালীটিতে অংশ নেয় কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম লোড-আনলোড কুলি-শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম শহীদ জিয়া বাজার ও পৌরবাজার কুলি শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম ওয়েলডিং,স্টিল আলমারী, ট্রাঙ্ক শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম বস্ত্র দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, কুড়িগ্রাম সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম সদর উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম সদর উপজেলা কুলি মজুর শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দল সহ আরো অন্যান্য শ্রমিক সংগঠনের হাজার-হাজার শ্রমিক।

বিজ্ঞাপন

রংপুরস্থ আঞ্চলিক শ্রম দপ্তর এবং রংপুরস্থ কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা ও র‍্যালী শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD