সুন্দরবনে হরিণ শিকারের ৫০০ ফুট ফাঁদ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই মে ২০২৫


সুন্দরবনে হরিণ শিকারের ৫০০ ফুট ফাঁদ উদ্ধার
হরিণ শিকারের ৫০০ ফুট ফাঁদ। ছবি: প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন আন্দারিয়া খাল সংলগ্ন বনাঞ্চল এলাকা থেকে ৫০০ ফুট দীর্ঘ হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।


রবিবার (১১ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জোংড়া টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম শামীম।


আরও পড়ুন: সুন্দরবনে ৬২ জনকে পুশইন করেছে বিএসএফ


বন কর্মকর্তা জানান, বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশক্রমে এবং সহকারী বন সংরক্ষক, চাঁদপাই রেঞ্জের দিকনির্দেশনায় জোংড়া টহল টিমসহ ফাঁড়ির আওতাধীন এলাকায় ফুট পেট্রোলিং চালানো হয়। অভিযান চলাকালীন দুপুর ১২টা ৩০ মিনিটে আন্দারিয়া খাল সংলগ্ন বনাঞ্চল থেকে ফাঁদটি উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, এটি হরিণ শিকারের জন্য স্থাপন করা হয়েছিল এবং উদ্ধারকৃত ৫০০ ফুট দীর্ঘ মালা ফাঁদটি পরে ধ্বংস করা হয়। চোরাশিকারীদের হাত থেকে বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগ নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে।


এসডি/