Logo

ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৮ জন আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৫, ২২:২৪
30Shares
ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৮ জন আটক
ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৫৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৫৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

সোমবার ( ১২ মে) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ঢাকা জেলার টেগুড়া থানার কালিবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. ইকবাল (২৩), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে সজিব শেখ (৩৭), ঢাকা জেলার শাহ আলী থানার সেকশন ১ ব্লক নিউসি এলাকার নুর গাজীর ছেলে সানি (৩৮), বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লাহ (২৩), নড়াইল জেলার লোহাগাড়া থানার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতি গ্রামের মান্নান শেখের ছেলে সুজন শেখ (৪১), যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের খাইবার মোড়লের ছেলে ইসরাইল হোসেন (৪৫), 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার নাদামপুর গ্রামের আছকির আলীর ছেলে জাকির হোসেন (২২) একই গ্রামের নুর মিয়ার ছেলে মুনসুর মিয়া (২৮) ও জালাল শেখের ছেলে ইজাজুল শেখ (৪৫), নড়াইল জেলার কালিয়া থানার ইউছুফ শেখের ছেলে ফেরদৌস শেখ (২১), নড়াইল জেলার কালিয়া থানার শুকুর মোল্লার ছেলে রবিউল ইসলাম(৩২) একই উপজেলার পেড়লি গ্রামের বিল্লাল ফকিরের ছেলে শাকিল (২৩)। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে ১৮ জন নারী ও ২৬ জন শিশু রয়েছে। বিজিবি জানায়, উপজেলার শ্যামকুড়, খোশালপুর, বেনীপুর, বাঘাডাংগা, লড়াইঘাট সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক প্রাপ্ত বয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD