Logo

চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৫, ২৪:৪০
41Shares
চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ
ছবি: সংগৃহীত

কিছুটা হলেও কমবে আমাদের এই বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় প্রচন্ড তাপদহে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার(১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

বিজ্ঞাপন

উদ্বোধনকালে শরীফুজ্জামান বলেন, চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের প্রচন্ড তাপদহে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে রিকশা, ভ্যান চালক ও খেটে-খাওয়া মানুষদের। সেই কষ্ট কিছুটা হলেও কমবে আমাদের এই বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করা। 

প্রাথমিকভাবে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শহরের শহীদ হাসান চত্বর, একাডেমি মোড়, কোর্ট মোড় ও সদর হাসপাতালের সামনে পানি ও স্যালাইন বিতরণ করবে। যতদিন তাপদহ চলবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন প্রমুখ।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD