কুড়িগ্রামে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব সমাপ্ত

ল্যবিবাহ বিষয়ভিত্তিক ‘ধরলা পাড়ের সরলা’ মঞ্চ নাটকের প্রতিটি সংলাপ ছিল আঞ্চলিক ভাষায়
বিজ্ঞাপন
কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী চত্বরের উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব সমাপ্ত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ মে) সমাপনী দিনে কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সমিতির অঙ্গ সংগঠন ধরলা লোকনাট্যদল পরিবেশন করে ধরলা পাড়ের সরলা নামের মঞ্চ নাটক।
বিজ্ঞাপন
জাসাসের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক জাকি মো. আহসান হাবিব সজিবের রচনা ও নির্দেশনায় বাল্যবিবাহ বিষয়ভিত্তিক ‘ধরলা পাড়ের সরলা’ মঞ্চ নাটকের প্রতিটি সংলাপ ছিল আঞ্চলিক ভাষায়। নাট্যকর্মীদের নিখুঁত অভিনয় দেখে উপস্থিত দর্শকগন বিমোহিত হন।
নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসবের ব্যবস্থাপনায় ছিল কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় ছিল কুড়িগ্রাম জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসবের প্রতিটি অনুষ্ঠান উপস্থাপনা করেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার তমাল বোস, রফিকুল হায়দার, সঙ্গীত শিল্পী মো. আজাদ আলী, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
এসডি/








