Logo

ইজিপিপি নিয়ে পরিকল্পিত সংবাদ সম্মেলন দাবি চেয়ারম্যান মোখলেছুরের

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৫, ০৬:৩৫
27Shares
ইজিপিপি নিয়ে পরিকল্পিত সংবাদ সম্মেলন দাবি চেয়ারম্যান মোখলেছুরের
ছবি: সংগৃহীত

, অর্থ না দেয়ায় তাদের নাম কর্তন করা হয়েছে মর্মে সংবাদ সম্মেলন করেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় ইজিপিপি কর্মসূচির নাম কাটা ও অর্থ বানিজ্য নিয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডলসহ পরিষদের বেশকিছু সদস্যের নাম উল্লেখ্য করে পরিকল্পিত সংবাদ সম্মেলন করেন ১৭ জন কর্মসূচির শ্রমিক। 

সংবাদ সম্মেলনে শ্রমিকরা দাবি তোলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল তাদের নিকট থেকে অর্থ চেয়েছিলেন, অর্থ না দেয়ায় তাদের নাম কর্তন করা হয়েছে মর্মে সংবাদ সম্মেলন করেন শ্রমিকরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চেয়ারম্যান বলেন, ফাইনাল তালিকা প্রকাশ পেলেই বেড়িয়ে আসবে আসল ঘটনা, শ্রমিকদের পূঁজি করে, একটি চক্র সম্মানিত ব্যক্তির সম্মান ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনার বাহিরে পরিষদের হাত বাড়ার সুযোগ নেই। হতদরিদ্রদের জন্য কর্মসৃজন তালিকায় নতুন করে নির্দেশনা এসেছে, ৬০ বছর বয়সের অধীক ব্যক্তি, কাজে অপারগতা ব্যক্তি, এলাকার বাহিরে পরিবারসহ বসবাস করা ব্যক্তি, কর্মসূচির আওতায় থাকতে পারবেনা নির্দেশনা আছে আমরা নির্দেশনা ফলো করে তালিকা পাঠিয়েছি। 

বিজ্ঞাপন

পরিষদের কেউ ব্যক্তিগত ভাবে কাউকে বাতিল করার ক্ষমতা রাখেনা। এই সংবাদ সম্মেলনের পিছনে অসাধু চক্রের হাত আছে বলে দাবি করেন চেয়ারম্যানসহ বেশ কিছু ইউপি সদস্য। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD