Logo

গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৪, ২৪:১২
36Shares
গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

দীর্ঘসময় ট্রেনের বগি তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ আল-আমীন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ  উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে কামারপাড়া ট্রেনটি রেলওয়ে ষ্টেশনে পৌঁছেলে দীর্ঘসময় ট্রেনের বগি তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ আল-আমীন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর ) সকাল ৮টার দিকে শান্তাহারগামী ছেড়ে যাওয়া  ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে পৌঁছেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আল-আমীন নামের এক যুবককে ৫ কেজি গাঁজাসহ গাইবান্ধা রেলওয়ে ষ্টেশনের (জিআরপি) থানার এসআই আব্দুল মতিন (নিরস্ত্র) ও বোনারপাড়া রেলওয়ে থানার এটি এসআইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে বলে সকালে গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) ফাঁড়ি থেকে এ তথ্য জানানো হয়। 

আটককৃত, মাদক কারবারি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১ নং শিবরামপুর ইউনিয়নের ভের- মুরালীপুর গ্রামের মৃত্যু ইসমাইল হোসেনের ছেলে বলে জানায়।

বিজ্ঞাপন

 

গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন (জিআরপি) থানার এসআই আব্দুল মতিন (নিরস্ত্র) বলেন, মামলার প্রস্তুতি চলছে তাকে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করে  কারাগারে পাঠানো হবে বলে জানান। সেই সাথে জেলায় মাদক নির্মূলে জিআরপি পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD