এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন।

রবিবার ( জানুয়ারি) ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী কথা জানান। 

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়।’

 তিনি আরো বলেন, ‘টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরও ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে। বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত।’

এ সময় অন্যান্য কূটনীতিকদের সঙ্গে টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ভারতে ওমিক্রন বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। 

তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে বলে জানান তিনি।

ওআ/