স্ত্রীর পরকীয়ায় জেরে স্ত্রীর সামনেই স্বামীর বিষ পাণ করে আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫০ পিএম, ২২শে মে ২০২৫

মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর বিষ পাণ করে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ মে) ভোর রাতে ঢাকা সোহরাওরার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্বামী গনেশ মনিদাস (২৬) । বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
আত্বহত্যাকারী যুবক সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামের রবি মনিদাসের পুত্র গনেশ মনিদাস (২৬)।
গনেশ মনিদাসের ভাই সাগর মনিদাস বলেন, আমার ভাইয়ের সাথে পারিবারিক ভাবে ৮ বছর আগে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার অন্তরা মনিদাসের সাথে বিয়ে হয়। আমার ভাই একটি বেসরকারী প্রতিষ্ঠানে বাবুর্চিও কাজ করতেন। আমার বউদি পরকীয়ার সাথে জড়িত এমন অভিযোগে দাদার সাথে প্রায় ঝগরা হত। এর জের ধরেই গত ১৪ মে বউদির সামনে সকাল ৬টার দিকে বিষ পান করে।
সাগর মনিদাস আরো বলেন, পরে আমরা গনেশ মনিদাস কে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা আমাদের ঢাকা রেফার্ড করে। সোহরাওরার্দী হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪ টার দিকে দাদা মারা যায়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। আর এ ব্যাপারে একটি অপ মৃত্যু মামলাও চলমান।
এসডি/