মির্জাপুরে ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার সহধর্মিণী ও দুই সহযোগী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী মাদক ব্যবসায়ী রুবি আক্তার কনাকে (৩৮) গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। এসময় তার আরও দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
বুধবার ( ২৮ মে) রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারে তার ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত অন্য দুই সহযোগীরা হলেন পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার মৃত সাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও পাশের সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)।
পুলিশ জানায়, গ্রেফতার রুবি আক্তার কনা তার সহযোগীদের নিয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন,ফলে পাশের আবাসিক ভবনগুলোতে বসবাসের পরিবেশ অনুপযোগী হয়ে পড়ে। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে বুধবার রাতে তার ভাড়া বাসায় অভিযান চালায় মির্জাপুর থানা পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাথরুমে ফেলে দেয়।তারপরও বাসা তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার ও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গ্রেফতারকৃত নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা হয়েছে।বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রূপগঞ্জে ৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: তিন মাদ্রাসাছাত্রীর একজনের মরদেহ উদ্ধার, দুইজন নিখোঁজ

ঘাটাইলে জামাইয়ের হাতে শাশুড়ী খুন- গ্রেফতার ২

শ্রীপুরে পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি করে, স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি
