Logo

কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস আলম

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৫, ০৩:১৫
23Shares
কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস আলম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন থেকে কাজ চললেও তারও সুফল পাচ্ছে না মানুষ

বিজ্ঞাপন

এলাকার ক্ষমতাশীল বা কোনো মার্কা ও কোনো একটি দলের পূজারি না হয়ে যারা এলাকার কাজ করবেন, পাশে থাকবেন, দেশবাসীর উদ্দেশে আগামীতে তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উত্তরাঞ্চল সারাদেশ থেকে অবহেলিত জানিয়ে সারজিস আলম বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি। কিন্তু উন্নয়নের জোয়ারের কথা শুনিয়েছেন। যেটুকু উন্নয়নের কাজ চলমান আছে, দীর্ঘদিন থেকে কাজ চললেও তারও সুফল পাচ্ছে না মানুষ। 

তিনি আরও বলেন, এলাকার সব সমস্যাগুলো আগে খুঁজে বের করতে হবে। তাহলেই সমাধানের রাস্তা পাওয়া যাবে। 

বিজ্ঞাপন

এনসিপির পথসভা শুধু পক্ষে ভোট চাওয়া নয় উল্লেখ করে দলের উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, মানুষকে সঠিক পথে আনতে, বোঝাতে ও সব দিক সংস্কার করতে কাজ করছি। জনগণের মতামত নিতে প্রত্যক এলাকায় পথসভা করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই আন্দোলন যেমন কোনো রাজনৈতিক দল দিয়ে হয়নি। সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল। তেমনি এদেশের উন্নয়নে কোনো দল মার্কা না দেখে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। প্রশাসন দলীয় লেজুড়ভৃত্তিক করতে গিয়ে আজ ইমেজ সংকটে পড়েছে।

বিজ্ঞাপন

এরপর গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করেন সারজিস আলম। এ সময় দলের কেন্দ্রীয় নেতা আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ, ফিহাদুর রহমানসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD