ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের প্রতি বেলার খাবার চলমান রয়েছে : আমিনুল হক
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ১লা জুন ২০২৫

চার দিনের ভারী বর্ষণে পল্লবী রূপনগর থানার বেশ কিছু প্লাবিত এলাকায় গত চারদিন ধরে ৩ হাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলমান রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকা পল্লবী রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার তিনি নিজে তুলে দিচ্ছেন।
রবিবার (১ জুন) দুপুরে প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নিতে তাদের কথা শুনেন এবং সবধরনের সাহায্য সহযোগিতার আশ্বস্ত করেন তিনি।
ঢাকা- ১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পরা ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২ নং ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাধ বস্তি, রূপনগর থানা ৯২ নং ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আন্চলিক ৬ নং ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হক এর সার্বিক তত্বাবধানে রান্না করা হচ্ছে।
খাবার বিতরণ কালে আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দূর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবার গুলোকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।
বিএনপি এই কেন্দ্রীয় নেতা এসময় বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।"
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ তার সঙ্গে ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
