ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫


ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ
ছবি: প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে যানজট ও বিশৃঙ্খলা রোধে বিশেষ ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।


এ উপলক্ষে বুধবার (০৪ জুন)  দুপুরে গাজীপুরের চন্দ্রা পুলিশ বক্সের সামনে এক প্রেস ব্রিফিং আয়োজন করে হাইওয়ে পুলিশ।


আরও পড়ুন: এভারেস্টের চুড়ায় কালিয়াকৈরের শাকিল


প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হাইওয়ে বিভাগের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া। তিনি বলেন, ঈদের সময় মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য মহাসড়কে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পর্যাপ্ত ফোর্স মোতায়েন ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চলবে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন।


প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম,হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের ডিআইজি হাবিবুর রহমান,দক্ষিণ অঞ্চলের ডিআইজি রকফার সুলতানা খানম, ডিআইজি (ট্রেইনার) সালমা বেগম,ঢাকা রেঞ্জের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান,গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের আহমেদ সাদেকএছাড়াও হাইওয়ে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগুন


সভায় বক্তারা জানান, যানজটপ্রবণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি, বিশেষ টহল দল, স্বেচ্ছাসেবক নিয়োগ, লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ঈদপূর্ব ও পরবর্তী সময় মহাসড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।


এসডি/