সদরপুর আওয়ামীলীগের দুই নেতা আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫


সদরপুর আওয়ামীলীগের দুই নেতা আটক
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। 


বুধবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের নিজ বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। এরা সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামের বাসিন্দা ও ঢাকা তুরাগ থানার আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমার (৬২) ও ঢেউখালী ইউনিয়নের আ’লীগ মো. শাখাওয়াত বেপারী(৫৫)। 


আরও পড়ুন: সদরপুরে দুই সন্ত্রাসী আটক


শাখাওয়াতের বিরুদ্ধে সদরপুর থানায় হত্যা, চাঁদাবাজি, পদ্মার বালুমাটি লুট একাধিক মামলা রয়েছে।  দুজনের বিরুদ্ধে  নাশকতা ও আইনশৃঙ্খলা বিনষ্ট (রাজনৈতিক) মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে সদরপুর থানা পুলিশ। 


উল্লেখ্য, গত ২জানুয়ারী সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে “শেখ হাসিনার ছবি সম্বলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণকালে প্রিন্স চৌধুরী নামের এক আ’লীগ নেতাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে শেখ হাসিনাতেই আস্থা লেখা সম্বলিত লিফলেট বিতরণ কাজে আটককৃতরা সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছিল বলে জানান পুলিশ।  


আরও পড়ুন: সদরপুরের ইউএনও লোকমান হোসেন এখন সরকারের যুগ্নসচিব


এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হাসান জানান, গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার দুইজন আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে উপজেলা কে অস্থিতিশীল করাসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।


আরও পড়ুন: