২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫


২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬
সংগৃহীত ছবি।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। যা গেল তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। সবশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর করোনা ভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছিল।


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আকন্ত হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। অন্য দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, অপরজন রাজশাহী বিভাগের।


আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ১০


এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।


রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৩৬ জনসহ এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি করোনা আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের। আর এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি মৃত্যু হয়েছে ১৬ জনের।


এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চারজনই পুরুষ এবং একজন নারী। এ বছর ভাইরাসটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ এবং ৯ জন নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত একদিনে করোনায় মৃতদের মধ্যে চারজনের বয়সই ৪০ এর বেশি ছিল বলে অধিদপ্তর জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।


আরও পড়ুন: সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাতজন


এর আগে শনিবার (২১ জুন) ২১১ জনের নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


এসডি/