দৌলতদিয়ায় পতিতাপল্লীর ওয়ারড্রব থেকে যৌনকর্মী মৃতদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১১ পিএম, ২৫শে জুন ২০২৫


দৌলতদিয়ায় পতিতাপল্লীর ওয়ারড্রব থেকে যৌনকর্মী মৃতদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতাপল্লী থেকে তানিয়া (৩০) নামে এক যৌনকর্মীর নিজ কক্ষের ওয়ারড্রব থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ থানা পুলিশ। নিহত তানিয়া রবিশাল জেলার বন্দর থানার রায়পুর গ্রামের দুলালের মেয়ে।

 

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।


আরও পড়ুন: গোয়ালন্দে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


যৌনপল্লীর স্থানীয় যৌনকর্মীরা জানান, তানিয়াকে আমরা সকালে একবার দেখেছি। তাকে আমরা সারাদিন দেখতে না পেয়ে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। ভাড়া বাড়ীর মালিক সোরোয়ার মন্ডলকে খবর দিলে সে এসে তার পর তাকে সাথে করে খোঁজাখুঁজি করি। না পেয়ে একপর্যায়ে তানিয়ার ঘরে থাকা ওয়ারড্রব তালাটি ভেঙ্গে ফেলে দেখি ওয়ারড্রবের মধ্যে তার মরা দেহটি পড়ে রয়েছে। এসময় গোয়ালন্দ ঘাট  থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন প্রক্রিয়াধীন।



এসডি/