১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মিষ্টি জান্নাত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ২৫শে জুন ২০২৫

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট দিয়ে নেটিজেনদের আলোচনায় আছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ায় বেশ কিছু পেজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মিষ্টি জান্নাত।
আরও পড়ুন: আমাকে কালো জাদু করা হয়েছিল, ২২ দিন আইসিউতে ছিলাম: মিষ্টি জান্নাত
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মিষ্টি জান্নাতের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন— কিছু পেজ ও সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম ও ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী।এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সঙ্গে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকারের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান - ফলোয়ার ও পরিবার কাজ করছে।
আরও পড়ুন: নিজের চুল কেটে দান করলেন অভিনেত্রী সোনাম কাপুর
তিনি বলেন, আমার মানহানি করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে । একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।
এসআর/