Logo

কক্সবাজার বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৫, ০৪:০৬
43Shares
কক্সবাজার বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উদ্যোগে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালা

বিজ্ঞাপন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উদ্যোগে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) কর্মশালার বিষয় নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বিজ্ঞাপন

মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। তিনি আরও বলেন, তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে নির্ধারিত ফরম ও আইনানুগ প্রক্রিয়ায় তথ্য প্রদান করে থাকে উল্লেখ করে তিনি বলেন এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন ও তার বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং তা নিজেদের দাপ্তরিক কার্যক্রমে প্রয়োগ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবেন।

দিনব্যাপী এই কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় তথ্য অধিকার আইন এর  বিধি-বিধান নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

কর্মশালা পরবর্তী বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD