করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ পিএম, ২৮শে জুন ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
আরও পড়ুন: আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত, চট্টগ্রামেই আক্রান্ত ১৩ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য আট সাত শতাংশ।
চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের।
এমএল/