গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৮২ জনে দাঁড়িয়েছে। তবে গত একদিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সারা দেশে ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন: আরো ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত, চট্টগ্রামেই আক্রান্ত ১৩ জন
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূণ্যে নেমে আসে।
এমএল/