মরি নাই রে ভাই, আমি এখন আছি, : মাহিয়া মাহি
অভিনয়ে তেমনভাবে নেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন মাহি। কিন্তু সামাজিক মাধ্যমে ‘মাহিয়া মারা গেছেন’ এমন একটি গুজব ছড়িয়ে পড়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোক মাধ্যমে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট ব্যাপকভাবে প্রচার হয়। বিষয়টি মাহিয়া মাহির নজরে আসতেই রোববার (২৯ জুন) মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।
“এতে লিখেছেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই”
অভিনয়ের পাশাপাশি একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি।
এনএইচ/