Logo

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে পালন হবে পবিত্র আশুরা

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৫, ০৫:২৫
99Shares
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে পালন হবে পবিত্র আশুরা
ছবি: সংগৃহীত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা মোবারক উদযাপন হবে

বিজ্ঞাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফে পবিত্র আশুরা মোবারক উদযাপন হবে।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে দয়াল নবী রাসুলে পাক (সা.) -এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসলামি ফাউন্ডেশনের তথ্য মতে শনিবার (০৫ জুলাই) রাতে সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা মোবারক উদযাপন হবে।

পবিত্র আশুরা মোবারক উদযাপন উপলক্ষে ফরিদপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে সারাদেশ থেকে জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমানগণ সমবেত হবেন। শনিবার (৫ জুলাই) আছর থেকে ফরজ, সুন্নত, নফল ও ওয়াজিব ইবাদত বন্দেগীর পাশাপাশি তরিকতের অজিফা-কালাম আদায়ের মাধ্যমে রবিবার (০৬ জুলাই) বাদ আছর বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে পবিত্র আশুরা মোবারক উদযাপনের কার্যক্রম সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা মোবারক উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের পীর বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রচিত পবিত্র নসিহত শরীফে উল্লেখ করেন, মুহাররামের ১০ তারিখ ইমাম ছাহেবের মহব্বত অর্জনের দিন। ইমাম সাহেবের মহব্বত হকিকতে দয়াল নবী (সা.) এর মহব্বত। কাজেই ইমাম ছাহেবের মহব্বতে যে কাঁদিবে, হকিকতে দয়াল নবী (সা.) এর মহব্বতে সে কাঁদিবে। আর রাসূলে পাক (সা.) এর মহব্বতে যাহারা ক্রন্দন করিবে, তাহাদের দেল পরিচ্ছন্ন হইবে, তাহাদের জন্য দোযখের আগুন হারাম হইবে। 

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD