বিয়ের গাড়ি সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত, বরসহ নিহত ৮


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


বিয়ের গাড়ি সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত, বরসহ নিহত ৮
ছবি: সংগৃহীত

বিয়ের আনন্দমুখর যাত্রা রূপ নিলো চরম বিষাদে। ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলার জেবনাই গ্রামে শুক্রবার (৪ জুলাই) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।


নিহতদের মধ্যে রয়েছেন বর সুরুজ (২৪), তার ভাবি আশা (২৬), আশার দুই বছরের কন্যাশিশু ঐশ্বর্য, বরের ভাই মনোজের ৬ বছরের ছেলে বিষ্ণু, বরের চাচি এবং আরও দুই শিশু। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও এখনো সব নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরসহ ১০ জন আত্মীয়-পরিজনের সঙ্গে সিরতৌল গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (SUV)টি অতিরিক্ত গতিতে চলছিল। জেবনাই জনতা ইন্টার কলেজের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই গাড়িটি সজোরে কলেজের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়।


দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকা কেঁপে ওঠে প্রচণ্ড শব্দে। স্থানীয়রা ছুটে এসে হতাহতদের উদ্ধার করে জেবনাই কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে ৫ জনকে মৃত ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।


গুরুতর আহত অবস্থায় বেঁচে যাওয়া দু’জনকে উন্নত চিকিৎসার জন্য আলিগড়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা। তিনি জানান, “গাড়িটি যেভাবে দুমড়ে-মুচড়ে গেছে, তাতে বোঝাই যাচ্ছে দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। আমরা দ্রুত তদন্ত শুরু করেছি।”


এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়ির চূর্ণবিচূর্ণ অংশ, ভাঙা কাচ ও রক্তের দাগ।


দুর্ঘটনাটি গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে। এমন এক আনন্দময় মুহূর্তে এভাবে একাধিক প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা।


আরএক্স/