ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। শুক্রবার নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী।


হামাস জানিয়েছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের দেওয়া সর্বশেষ প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে এবং মিত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা শেষ করেছে তারা। হামাস প্রস্তাবটিকে ‘খুবই ইতিবাচক’ হিসেবে গ্রহণ করে আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে।


ট্রাম্প গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যার আওতায় ৬০ দিনের জন্য গাজায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বন্দি থাকা ইসরায়েলি ও ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বৃদ্ধি পাবে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। গত শুক্রবার হামাসকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। ডেডলাইন শেষ হওয়ার আগেই হামাসের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।


সূত্র: রয়টার্স