হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তাজিয়া মিছিল।
রবিবার (০৬ জুলাই) সকাল ১০টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয়। ৪০০ বছরের পুরোনো এই ইমামবাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই এদিন কালো পোশাক পরিধান করেছেন। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।
আরও পড়ুন: মুরাদনগরের আলোচিত সেই ধর্ষণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো র্যাব
এ সময় পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত ও আবেগঘন। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে ভারী হয়ে আসে রাজধানীর আকাশ-বাতাস। শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নিতে আসা একজন বলেন, এই দিনটি আমাদের জন্য বড়ই বেদনার। ইমাম হোসেন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, সেটি আমরা কখনো ভুলতে পারি না। প্রতিবছর আমি এই মিছিলে অংশগ্রহণ করি, যেন নিজেকে তাদের সেই ত্যাগের সঙ্গে একাত্ম করতে পারি।
আরও পড়ুন: পবিত্র আশুরা উপলক্ষে মানতে হবে কিছু নিষেধাজ্ঞা: ডিএমপি
তাজিয়া মিছিল নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, সোয়াট, অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য।
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন। হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর আশুরার দিন তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন শিয়া মুসলিমরা।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মুরাদনগরের আলোচিত সেই ধর্ষণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো র্যাব

পবিত্র আশুরা উপলক্ষে মানতে হবে কিছু নিষেধাজ্ঞা: ডিএমপি

এভসেকের নতুন ইউনিফর্ম উদ্বোধন করলেন বেবিচক চেয়ারম্যান

রাজবাড়ীতে মাদক-সন্ত্রাসের ভয়াল ছোবল, ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান
