চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫


চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। 


সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় থেকে যমুনা টিভি ভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। বাধা পেয়ে তারা সড়কে বসে অবস্থান নেন।


পুলিশ তাদের সরে যাওয়ার আহ্বান জানায় এবং প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেয়। তবে আন্দোলনকারীরা অবস্থান থেকে না সরে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে পুলিশ জলকামান ও অন্তত ৬টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করতেও দেখা গেছে। পরে পুলিশ আন্দোলনকারীদের ধীরে ধীরে মৎস্যভবনমুখী সরিয়ে দেয়।


এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “অবস্থানকারীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা না মানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করতে হয়েছে।”

আন্দোলনকারীদের তিন দফা দাবি:


  •     চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল করা


  •     পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিশনের বিভিন্ন ধারা বাতিল


  •     বিডিআর নাম পুনর্বহাল এবং কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি


উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর বহু বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় এবং অনেকে কারাদণ্ডপ্রাপ্ত হন। সেই ঘটনার পর থেকেই এই সদস্যদের একটি অংশ পুনর্বহালের দাবিতে সময় সময় আন্দোলন করে আসছেন।