শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই জাতীয় নাগরিক কমিটি রাজনীতি করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদের দেখানো বাংলাদেশ পন্থীপথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথেই জাতীয় নাগরিক কমিটি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তিনি বলেন, আবরার থেকে আবু সাঈদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যারা, গুম,খুন ও নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ ও নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্খাকে ধারণ করি।
আরও পড়ুন: দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর ২০১৯ সালে আবরার হত্যা একটি বড় ঘটনা ছিল জাতীয় রাজনীতিতে। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুড়িয়ে দিয়েছিল। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইটা আবার শুরু হয়েছিল। “দিল্লি না ঢাকা” স্লোগান উঠেছিল। এর আগে এনসিপি নেতাদের গাড়ি বহর কুষ্টিয়া শহর থেকে শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি রায়াডাঙ্গা পৌছায়। সেখানে কবর জিয়ারত শেষে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নেতৃবৃন্দ। এরপর দিনব্যাপী পদযাত্রা কর্মসূচী শুরু করেন।
আরও পড়ুন: ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,খুলনা বিভাগের সংগঠক নয়ন আহম্মেদ সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকালে কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপি নেতারা।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল
