গোয়াইনঘাটে ব্যবসায়ীর উপর হামলা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ রক্তক্ষয়ী হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) এ মামলাটি দায়ের হয়, যার নম্বর ১৪।
আরও পড়ুন: গোয়াইনঘাটে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত
অভিযোগ সূত্রে জানা যায়, হাদারপার গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্বাস উদ্দিন (৪৪) বিগত কিছুদিন ধরে গোরাগ্রাম মৌজার জমির দায়িত্বে রয়েছেন। উক্ত জমি তার আত্মীয়গণ মো. মুহিবুর রহমান ও আখলাকুল আম্বিয়া চুক্তিপত্রের মাধ্যমে ১৫ লক্ষ টাকায় ক্রয় করেন। তাদের অনুপস্থিতিতে আব্বাস উদ্দিন ওই জমির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সংরক্ষিত বালু বিক্রয়ের কাজ করছিলেন।
গত রবিবার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টায় দেরিখাই বাগাবন্দ (মনরতল) এলাকার সামছুদ্দিন, আলা উদ্দিন, রহিম উদ্দিন, সমির উদ্দিন, আমির উদ্দিন, মনির উদ্দিন, উসমান আলী, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুস সাত্তারসহ অজ্ঞাত আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে জমিতে ঢুকে হামলা চালায়। এ সময় আব্বাস উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
হামলাকারীরা তার ব্যবহৃত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকাটি ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ছাড়া তার কাঁধের ব্যাগে থাকা ব্যবসা বাবদ নগদ ৪ লাখ ৮০ হাজার টাকাও লুটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ভূমি সেবার ডিজিটাল রূপে গোয়াইনঘাটে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু
আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত আব্বাস উদ্দিনকে তাৎক্ষণিকভাবে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার বিছনাকান্দি বিট ইনচার্জ এসআই রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে আমি এখন ছুটিতে।
এসডি/