গোমতীর পানি হু হু করে বাড়ছে, কুমিল্লায় বন্যার শঙ্কা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

টানা দুদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি বিপজ্জনক হারে বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: ভারতের উজানের ঢলের পানিতে ফেনীতে ডুবলো ৩০ গ্রাম
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোমতী নদীর পানি ৮ দশমিক ৫৬ সেন্টিমিটারে প্রবাহিত হতে দেখা গেছে, যা বিপৎসীমার মাত্র ৩ মিটার নিচে। গোমতী নদীর বিপৎসীমা ধরা হয়েছে ১১ দশমিক ৩ সেন্টিমিটার।
স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোমতীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যসহ উজানে টানা বৃষ্টিপাত হওয়ায় সেখানে সৃষ্টি হওয়া ঢল কুমিল্লার দিকে ধাবিত হচ্ছে।
এ পরিস্থিতিতে গোমতীর চরাঞ্চলে বসবাসরত মানুষদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকার চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, “নদীর পানি দ্রুত বাড়ছে। এখনই সবাইকে সতর্ক থাকার সময়। বৃষ্টি থেমে গেলে এবং উজানের ঢল বন্ধ হলে বিপদ কাটতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
অপরদিকে কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি ভারী বর্ষণের সংকেত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে বন্যার প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল মজুত আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
আরও পড়ুন: ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হবে
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোমতী নদীর বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকায় নদীর তীরবর্তী কিছু চরাঞ্চল ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে।
এসডি/