টানা চার ম্যাচে জোড়া গোল, নতুন ইতিহাস গড়লেন মেসি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো দুরন্ত ফর্মে আছেন লিওনেল মেসি। সর্বশেষ নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে শুধু জয়ই এনে দেননি, গড়েছেন নতুন এক ইতিহাসও।
বৃহস্পতিবার (১০ জুলাই) জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ইন্টার মায়ামি। দুই গোলই করেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি।
ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেন মেসি। ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন। এরপর ৩৮তম মিনিটে সের্হিও বুসকেটসের লম্বা পাস ধরে ডান পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয়েছিল মেসির এই গোলের ধারা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে করেন দুটি করে গোল।
এমএলএসে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১৪টি গোল করেছেন মেসি। গোলদাতার তালিকায় আছেন দ্বিতীয় অবস্থানে। এক নম্বরে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন, যদিও সারিজ খেলেছেন মেসির চেয়ে ছয় ম্যাচ বেশি।
এদিকে, ইন্টার মায়ামির অভিজ্ঞ গোলরক্ষক অস্কার উস্তারি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। করেন ছয়টি দারুণ সেভ। নিউ ইংল্যান্ডের হয়ে ৭৯তম মিনিটে একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল।
এই জয়ের ফলে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। বর্তমানে তাদের পয়েন্ট ৩৫, শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট কম হলেও মায়ামি খেলেছে তিন ম্যাচ কম।
আরএক্স/