কুলাউড়ায় ওয়ার্ড কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে বিএনপির মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫


কুলাউড়ায় ওয়ার্ড কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে বিএনপির মানববন্ধন
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।


প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো: ফারুক আহমদ, মো: ময়ুব মিয়া, উসমান আহমদ, মো: আমরুজ আলী, সাব্বির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থক ফখরুল ইসলামকে সভাপতি এবং শফিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির একটি 'পকেট কমিটি' গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের সময় ত্যাগী ও সক্রিয় বিএনপি নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।


বক্তারা আরও বলেন, অন্যান্য ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলেও ৮নং ওয়ার্ডে গোপনভাবে আওয়ামী ঘনিষ্ঠদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।


এ সময় বক্তারা অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।


জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এ বিষয়ে বলেন, "এটি শুধু বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষয় নয়—জেলার কোথাও আওয়ামী দোসরদের বিএনপিতে স্থান হবে না। কুলাউড়া ও মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে আলোচনা করছেন। প্রয়োজনে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করে নতুন কমিটি গঠন করা হবে।"


আরএক্স/