ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

আধিপত্য বিস্তার এবং প্রতিশোধ নিতেই কুষ্টিয়ার ভেড়ামারায় বসতবাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী সুবেল আহমেদ (৩০) কে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে জানালায় আঘাত করে বসতবাড়ি ভাংচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ২টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা, প্রতিশোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সন্ত্রাসীদের একটি গ্রুপ এই তান্ডব চালাতে পারে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, গত জুন মাসে পার্শ্ববর্তী মসলেমপুর গ্রামের হাতেম আলীর বাড়ির ছাদ থেকে একটি অত্যাধুনিক রিভালবার, ২রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে সেনাবাহিনী। এ বিষয়ে একটি মামলাও হয়। সেই মামলার আসামীদের ধারনা জামালপুর এলাকার লালচাঁদ আলী পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছিল। সম্প্রতি আসামীরা জামিন নিয়েই হামলা চালায় লালচাঁদ আলী ও তার ভাই সুবেল’র বাড়িতে। এসময় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
লালচাঁদ আলীর ছেলে রাব্বি জানান, আমার বাবা বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। প্রতিপক্ষদের সাথে রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হামলা চালিয়েছে। আমার ছোট চাচা সুবেল তাদের টার্গেট।
সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতিকেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। গুলিও ছোড়ে, বোমাও ফাটায়।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগষ্টের পরও আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে এই হামলা চালিয়েছে।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানিয়েছেন, একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক নাম উল্লেখ করেছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
