পবিত্র ৭-ই সফর উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখে কাফেলা

৭-ই সফর অত্যন্ত বেদনাবিধুর দিবস
বিজ্ঞাপন
বিশ্বওলী হযরত মাওলানা শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের আরবী বর্ষপঞ্জী মোতাবেক ওফাত দিবস ৭-ই সফর (পবিত্র ফাতেহা শরীফ ২০২৫ইং) বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষ্যে সারাদেশ থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ অভিমুখে বাস, ট্রেন, লঞ্চ, ও ট্রলার কাফেলা অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ জুলাই) ফরিদপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের পক্ষ থেকে এ তথ্য জানান হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আখেরী মুর্শেদ, আখেরী মুজাদ্দেদ, আল্লাহ ও রাসূল পাক (সাঃ) এর এশক্ মহব্বতের সূর্য, আরেফে কামেল, মোর্শেদে মোকাম্মেল, বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত দিবস আরবী বর্ষপঞ্জী মোতাবেক ৭-ই সফর।
৭-ই সফর অত্যন্ত বেদনাবিধুর দিবস। এই দিনে পীর কেবলাজান হুজুরপাকের মহব্বতের ফয়েজ প্রবল বেগে আশেকানদের দেলে ওয়ারেদ হয়। তাই এই দিনে বিশেষ ভাব-গাম্ভীর্য ও ধর্মীয় পবিত্রতার সহিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ-এ ফাতেহা শরীফ (৭-ই সফর) উদ্যাপন করার জন্য বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত, জাকেরানদের ইমাম, মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব নির্দেশ প্রদান করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই লক্ষ্যে জাকেরান, আশেকান, ধর্মপ্রান মোমিন মুসলমান ও ভক্তবৃন্দ ভাইবোনসহ দেশবাসীকে সাথে নিয়ে কাফেলা সহকারে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে উপস্থিত হওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের সদস্যবৃন্দদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ৭-ই সফর ফাতেহা শরীফ উদ্যাপন উপলক্ষ্যে ৬-ই সফর মোতাবেক শুক্রবার (১ আগষ্ট) আসর নামাজের পূর্বেই বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে কাফেলাসহ পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছে দরবার শরীফ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এমএল/








