চক্রান্ত চলছে, টার্গেট তারেক রহমান: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের মূল লক্ষ্য করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক ফোরামের (ডিএমএ) আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “বিএনপির প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থনকে ভয় পেয়েই এই ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক একটি মহল এবং দেশের ভেতরের কিছু ইসলামিক দল এতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। তারা মিডফোর্ড এলাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে।”
তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের অনেকের নাম এজাহারে নেই। এতে প্রমাণ হয়, সত্য গোপন করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিজভী প্রশ্ন তোলেন, “এই ভিডিও দুই দিন পর ভাইরাল হলো কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে, যেখানে রাষ্ট্রের কিছু গোপন শক্তি ও আন্তর্জাতিক মহল জড়িত।”
তিনি বলেন, “বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করেই এসব চক্রান্ত করা হচ্ছে। বিএনপিকে দুর্বল করতে এবং তারেক রহমানের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করতে একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।”
তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে শুদ্ধি অভিযান চলছে উল্লেখ করে রিজভী আরও বলেন, “তিনি (তারেক রহমান) কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি একটি বৃহৎ পরিবার, এখানে জবাবদিহিতা রয়েছে।”
প্রতিবাদ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা বলেন, মিডফোর্ড হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে প্রতিবাদ

সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র কি না, ভাবার যথেষ্ট কারণ আছে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি নিয়োগে যে প্রস্তাব বিএনপির

ঝিকরগাছায় জামায়াতের দুই দিনব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্ভোধন
