বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার প্রেক্ষিতে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এই মূল্যবান ধাতুর দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্সে ৩,৩৫৪.৮৩ মার্কিন ডলার, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ। এছাড়া, ফিউচার মার্কেটেও সোনার দাম বেড়েছে প্রায় ০.২ শতাংশ, যেখানে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ৩,৩৭১ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে বিনিয়োগকারীরা আবারও নিরাপদ আশ্রয় খুঁজছে সোনায়। এই উদ্বেগকে ঘিরেই দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত শনিবার (১২ জুলাই) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে সোনার চাহিদা বেড়ে যায়।
দেশীয় বাজারেও এর প্রভাব: বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ৭ জুলাই সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ৮ জুলাই থেকে কার্যকর হয়েছে।
বর্তমানে দেশের বাজারে সোনার দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম) হলো:
- ২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা
- ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা
- ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীদিনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল না হলে সোনার দাম আরও বাড়তে পারে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পাকিস্তানে বৃষ্টি ও ভয়াবহ বন্যায় অন্তত ১১১ জনের প্রাণহানি

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত: পিউ রিসার্চ সেন্টার

গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতা, নিহত ছাড়াল ৫৮ হাজার
