ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি ও একটি ‘গুপ্ত সংগঠনের’ মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগর, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও থানাভিত্তিক ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা নানা স্লোগানের মাধ্যমে গোপন ষড়যন্ত্র, অস্থিতিশীলতা এবং শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি ‘গুপ্ত সংগঠন’ গোপনে মব সৃষ্টির চেষ্টা করছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। তাদের দাবি, এই তৎপরতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, “গত এক সপ্তাহে দেশে কয়েকটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলেও নির্দিষ্ট একটি পক্ষ কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও প্রোপাগান্ডা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই – দেশের শিক্ষাঙ্গনকে রাজনীতির নামে দখলের অপচেষ্টা আমরা মানি না।”
এর আগে রবিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রদলের এ কর্মসূচিকে তাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও বিষয়টির রাজনৈতিক তাৎপর্য গভীর এবং ভবিষ্যতে এমন আরও কর্মসূচি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরএক্স/