‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫


‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস
ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করে। এ প্রসঙ্গে আজ মঙ্গলবার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়।


বিবৃতিতে বলা হয়, “অধ্যাপক ইউনূস নিজে এ ধরনের উপাধি পেতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ উপাধি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।”


সরকার আরও জানায়, হাইকোর্টের রুলটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে এর জবাব দেওয়া হবে।


বিবৃতিতে এটিও উল্লেখ করা হয়, আবেদনটি সম্ভবত ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা হয়েছে এবং কীসের ভিত্তিতে এমন নির্দেশনা চাওয়া হয়েছে, তা পরিষ্কার নয়। বিষয়টি যাচাই করতে অ্যাটর্নি জেনারেলের অফিস প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।